Pages

Friday 4 July 2014

অটো শাটডাউন দিন সহজেই

কম্পিউটারে হয়ত কাজ চলছে কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক সময় কম্পিউটার
বন্ধ করা হয় না। আবার কখনও বড় আকারের ফাইল ডাউনলোড দিয়ে রাতভর
অপ্রয়োজনে সচল রাখতে হয়। তবে ইচ্ছে করলে প্রয়োজন মত কম্পিউটার চালু রাখা
সম্ভব। এ কাজে সহায়ক হবে “ওয়াইজ অটো শাট ডাউন” নামের ছোট্ট একটি
সফটওয়্যার। এর সাহায্যে পিসির বন্ধ হওয়ার সময় সীমা বেধে দেওয়া যায়। পাশাপাশি
নির্দিষ্ট করে দেওয়া যায় কম্পিউটারের রিস্টার্ট, লগ অফ, হাইবার নেট, পাওয়ার অফ,
স্লিপ সহ অনেক অপশন। সফটওয়্যারটির মাধ্যমে নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর
সয়ংক্রিয় ভাবে কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এটি উইন্ডোজ এক্সপি এবং সেভেন এর
জন্যে।
http://bit.ly/Tw86ho
Download Wise setup – 1.15MB

No comments:

Post a Comment