Pages

Saturday, 5 July 2014

JAD File থেকে JAR File ডাউনলোড ট্রিক

ট্রিকটি অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য। আলোচনায় যাবার আগে এই দুটির মানে জেনে নিই।

JAD = Java Application Description এতে জাভা ফাইলটির তথ্যসমুহ থাকে।
JAR = Java Archive এইটি হলো মূল জাভা ফাইল।

ইদানীং বেশিরভাগ সাইট গেম বা অন্যান্য জাভা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য JAD ভার্সন ব্যবহার করে।

JAD ডাউনলোডে সমস্যা হলোঃ

> ফাইলটি ব্যাকআপ থাকে।
> কারো সাথে শেয়ার করা যায় না।
> কোন কারনে মোবাইল রিসেট করলে আবার ডাউনলোড করতে হয়।

এইসব ঝামেলা থেকে মুক্তি পেতে  JAR ফাইলটি ডাউনলোড করে নেওয়াই উত্তম।

পদ্ধতি ১:-
> ডাউনলোড পেজটি আসলে অ্যাড্রেস বারে .jad খুজে বের করুন। (মাঝখানে বা শেষে পেয়ে যাবেন)।
> .jad কে .jar বানিয়ে ওকে করুন।
> তাহলেই JAR ফাইল ডাউনলোড শুরু হবে।

এই পদ্ধতিতে  কাজ না হলে নিমোক্ত উপায়ে কাজ শুরু করুন।

পদ্ধতি ২:-
> JAD ফাইলটি ডাউনলোড করুন। (Opera, UC browser বা qq Browser ব্যবহার করুন, অবশ্যই ডিফল্ট ব্রাউজার নয়)।
>  রিনেম করা যায় এইরকম ফাইল ম্যানেজার দিয়ে Jad ফাইলটিকে txt ফাইলে রিনেম করুন। যেমনঃ nfs.jad থেকে nfs.txt (X-plore বা Fexplore টাইপের ফাইল ম্যানেজার ব্যবহার করুন)।
> TEXT ফাইলটি ওপেন করুন। কিছু হিজিবিজি সংকেত বা শব্দের মধ্য থেকে MIDlet-Jar-Url: খুঁজে বের করুন।
> MIDlet-jar-url: এর পরে যে লিংক পাবেন সেটি দিয়ে JAR ফাইলটি ডাউনলোড করে নিন।

অবশ্যই পেয়ে যাবেন JAR ফাইল।

No comments:

Post a Comment