Symbian operating handset থেকে mp3 ফাইল সহজে Bluetooth দিয়ে
পাঠানো গেলেও কোন application বা games পাঠানো যায়না। এজন্যে পিসির
সাহায্য নিতে হয়। তবে কিছুটা কৌশলী হলে পিসি ছাড়াই এই কাজটি করা যায়।
এজন্যে যেই ফাইলটি সেন্ড করা প্রয়োজন প্রথমেই সেটি Rename করে শেষের
অংশে .mp3 বসাতে হবে।
যেমন – কোন ফাইল এর নাম যদি motogp.jar হয়, সেটি পরিবর্তন করে
motogp.mp3 লিখতে হবে। এভাবে নাম পরিবর্তনের সময় Warning Message
দেখাতে পারে। এতে ভড়কে যাওয়ার কারণ নেই। এবার সেল ফোনের Bluetooth
on করে সাধারণ নিয়মে যেকোনো সেল ফোনে পাঠানো যাবে। সাধারণত Symbian
সেটে Bluetooth দিয়ে গ্রহন করা ফাইল ইনবক্সে জমা হয়। এই ফাইলটি গ্রহীতার
Handset-এ আবার চালানোর উপযোগী করতে হবে। এরজন্যে আগের ঠিক উল্টা
পদ্ধতি অনুসরণ করে .mp3 কেটে আগে যা ছিল তা লিখে সেভ করতে হবে।
No comments:
Post a Comment