ফেসবুক ব্লক সম্পর্কে অনেকই ভূল ধারনা দেয়। ব্লক বিষয়ে সঠিক কিছু তথ্যঃ
ফ্রেন্ড_রিকোয়েসট ব্লকঃ কি কারনে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক হতে পারে?
আনওয়েলকাম বা অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে থাকার কারনে এটি হয়। ধরুন আপনার একাউন্ট থেকে এক সাথে ২০
জনকে রিকোয়েস্ট দিলেন। এর মধ্য ২ জন্য নট নাউ মেরে দিল। ব্যাস্ আপনার ডাটাবেজের ব্লক রো তে ২ যোগ হয়ে
গেল এভাবে ৪-৫ টা নট নাউ ও আপনার ব্লকের জন্য দ্বায়ী। আর ঝুলিয়ে রাখলে ২০টা ঝুলন্ত রিকোয়েস্ট হলেই সার্ভার
আপডেটের সময় ব্লক।
ফেসবুক এর নিয়মঃ
Why am I blocked from sending friend requests?
If your account is temporarily blocked from sending friend requests, it may be because friend
requests you’ve sent have gone unanswered or been marked as unwelcome. In the future, you
should send friend requests to people you have a real-life connection to, like your friends,
family, coworkers, or classmates. Make sure to use your real name and picture to help the
people you're friending recognize you. If you're interested in receiving updates from people you
find interesting, but don't know personally (ex: journalists, celebrities, political figures), try
following them instead of sending them friend requests.
কিন্তু যারা নতুন বন্ধু ছাড়া থাকতে পারে না এক্ষেত্রে তাদের করনীয় কি?
১. বুঝে শুনে ফ্রেন্ড এড করুন। কাউকে রিকোয়েস্ট দিয়ে ম্যাসেজে বলে দিবেন, যে আপনি তার বন্ধু হতে ইচ্ছুক।
২. আর এক্ষেত্রে এড করবেন আপনার সাথে মিচুয়াল দেখে। যদি নতুন কাউকে এড করেন তবে নিচের পদ্ধতিতে এড
করবেনঃ
> কোন গ্রুপের মেম্বারদের যেখানে আপনি মেম্বার।
> কোন গেমের যেখানে আপনি গেম খেলেন।
> কোন ইভেন্ট থেকে।
ফেসবুকের কমিউনিটি টার্মঃ
* Only send friend requests to people you know in real life, like your friends, family, coworkers
or classmates.
* Remember that people might not recognize you on Facebook if they haven't seen you recently.
Help people recognize you by using a real picture of yourself as your profile picture. You can
also add an alternate name, like your nickname or maiden name, to your account.
* If you’ve met someone that you’d like to connect with on Facebook but you’re not sure that
person will remember you, send a message first to re-introduce yourself.
* If you’re interested in connecting with someone you don’t know personally (ex: celebrity,
athlete, artist), try following to that person instead of sending a friend request. You’ll only see
the Follow button next to the names of people who allow followers.
* If you’re trying to make new friends, try connecting with Pages and groups that you’re
interested in or signing up to play social games.
একশন ব্লকঃ ফেসবুকের এখন মহা সমস্যা একশন ব্লক অতিরিক্ত কোন ফাংশন ব্যাবহার
করলে লাইক কমেন্ট ম্যাসেজ ব্লক হতে পারে। অবশ্য এটার নির্দিষ্ট অনেক কারন আছেঃ
> ইনবক্সে যে কোন লিংক দিলে ।
> একই কমেন্ট অনেক স্টাটাসে দিলে ।
> সাধারনত ইংরেজী কিছু শব্দ এবং ইমো ব্যাবহার করলে ।
> বা যে সকল শব্দ সচরার ব্যাবহার হয় ইমো এত বেশি প্রভাব ফেলে ।
> কমেন্টে অতিরিক্ত ছবি দিলে।।
> অতিরিক্ত ট্যাগ করলে
> ফেসবুকে একই কমেন্ট বেশি হলে তা স্পাম ভাবতে শুরু করে তাই HI বা অন্যান্য এভেইলেবেল শব্দ না দেই ভালো।
ফেসবুক কমিউনিটি টার্মস বলেঃ
Facebook has policies in place to stop behavior that other people may find annoying or abusive.
We've determined that you used a feature in a way that could be considered abusive, even if you
didn't mean to. A few things to keep in mind about your block:
* Blocks are temporary and can last a few hours or a few days
* We can't lift this block for any reason. To keep from getting blocked again, please slow down
or stop this behavior (ex: send fewer messages each day, only tag people in photos they're
actually in, etc.). Otherwise, your account could be permanently disabled.
এর থেকে বাঁচা একবারেই সহজ এক্টিভিটি দেখাতে দ্রুত লাইক কমেন্ট করবেন না। লিংক না দেয়া সবচেয়ে ভালো
পদ্ধতি! আর টেম্পরারি লক হয়ে গেলে কাউকে ম্যাসেজ দিতে গেলে লেখা আসে। let us know ওখানে গিয়ে ইংরেজিতে
সমস্যাটা বললে তারাতারি ছাড়া পেয়ে যেতে পারেন। অনেকের ভূল ধারনা ট্যাগ করলে লক হয়। আসলে এটা নির্ভর করে
আপনার একউন্টের বয়স ও আপনার বন্ধুর পরিমানের উপর। প্রতিদিন ১০-১৫ টা ফ্রেন্ড এড করতে পারেন! তবে
সবচেয়ে সুবিধা হল ৫০ জনকে এড করে অনেক দিন একাউন্ট টা না চালানো তাতে একাউন্ট স্ট্রং হবে। কিন্তু ভুলেও
একাউন্ট ডি এক্টিভ রাখবেন না এতে সময় টা ডিয়েক্টিভের পর থেকে গননা করা হয়।
আপনি যেই নামটি ব্যাবহার করেন এটির কারনে আপনার সকল ব্লকের ৫০% সম্ভাবনা বেরে যায়। বংলা নাম ব্যাবহার না
করাই ভালো সাথে ফোন ভ্যারিফাই, আর আইডি কার্ড ভেরীফাই করে রাখা ভালো।
No comments:
Post a Comment