Pages

Wednesday, 20 August 2014

মোবাইল ফোন ইউজারদের জন্যে কিছু উপকারি ওয়েবসাইট এর অ্যাড্রেস

১। মুঠোফোন.কমঃ 
মোবাইল ফোন ও মোবাইল অপারেটরদের তথ্য সমৃদ্ধ একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে রয়েছে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন সেটের তথ্য ও মোবাইল অপারেটরদের বিভিন্ন সংবাদ। শুধু তাই নয় www.muthofon.com ওয়েব সাইটটির মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোন সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে প্রশ্ন করে সমাধান পেতে পারেন। এখানে আপনি আপনার বাজেট অনুযায়ী সার্চের মাধ্যমে বিভিন্ন ব্রান্ডের অসংখ্য মোবাইল ফোন সেট থেকে আপনার কাঙ্ক্ষিত মোবাইল ফোন সেটটি সম্পর্কে সহজেই জানতে পারবেন। এছাড়া এ্যাডভান্স সার্চের মাধ্যমে আপনার চাহিদাসহ কনফিগারেশনযুক্ত মোবাইল ফোন সেটটিও আপনি সহজেই খুজে পাবেন। এই ওয়েব সাইটটির মাধ্যমে পুরনো অথবা নতুন ফোন ক্রয় ও বিক্রয় করা যায় এবং ফোন প্রেমীদের জন্য রয়েছে রিংটোন, ওয়ালপেপার, থিমস্‌ প্রভৃতি বিনামুল্যে ডাউনলোডের সুবিধা। ভিজিট করুন www.muthofon.com ওয়েবসাইটটিতে।

২। মোবাইল নাইন ডট কমঃ 
একটি অ্যাপ্লিকেশন স্টোর ওয়েবসাইট। এখানে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশন, গেম, থিম, জাভা গেম, সফটওয়্যার, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, ওয়ালপেপার, রিংটোন, এমপি থ্রী গান সহ আপনার প্রয়োজনীয় সহ সব কিছুই পাবেন এখানে। মোবাইল নাইন সাইট এর অল ডিভাইস অপশনে পাবেন মোবাইল অ্যাপ্লিকেশন, অ্যানড্রইড অ্যাপ্লিকেশন, থিম, জাভা মোবাইল গেম। সিলেক্ট ডিভাইসে পাবেন বিভিন্ন মোবাইল ডিভাইসের নাম। মোবাইল অ্যাপসে পাবেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, জাভা গেম, নকিয়া ৫২৩৩ অ্যাপ্লিকেশন সহ অন্যান্য মোবাইল এর অ্যাপস ভাণ্ডার। গেম, অ্যাপ্লিকেশন, বিনোদন, থিম, লঞ্চার থিম সহ মোবাইলের যাবতীয় সফটওয়্যার, গেমস, থিম, এমপি থ্রী গান সহ আপনার মোবাইল এর প্রয়োজনীয় সব কিছুই আপনি পেয়ে যাবেন www.mobile9.comএ। আপনি আপনার প্রয়োজন মত আনলিমিটেড ডাউনলোড করতে পারবেনwww.mobile9.com সাইট থেকে।

৩। মোবাইল বাজার ডট নেটঃ
এই সাইটটিতে শুধুমাত্র ব্র্যান্ড ভিত্তিক আলাদা আলাদা ক্যাটাগরীতে মোবাইল ফোনের কারিগরি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এখানে মোবাইল ফোনের মূল্য তালিকা দেওয়া নেই। এছাড়া মোবাইল ফোন সংক্রান্ত অল্প কিছু খবর, মোবাইল ফোনের বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে তথ্য রয়েছে। এই সাইটটিতে বিশেষ এক ধরনের সার্চ ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে পছন্দনীয় ব্র‌্যান্ড, কারিগরি বৈশিষ্ট্য ও বাজেট নির্ধারণ করে কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি সহজেই খুঁজে পাওয়া যায়। এখানে পুরাতন মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। ভিজিট করুন www.mobilebazar.net.

৪। মোবাইল মায়া ডট কমঃ
মোবাইল ফোনের তথ্য সম্বলিত এই সাইটটিতে ব্র্যান্ডভিত্তিক আলাদা আলাদা ক্যাটাগরীতে বিভিন্ন মডেলের মোবাইল ফোনের কারিগরি বৈশিষ্ট্য ও আপডেট মূল্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি মোবাইল ফোনের উপর বিভিন্ন ফিচার ও বিশেষ অফার রয়েছে এখানে। এই সাইটটিতে বিশেষ এক ধরনের সার্চ ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে পছন্দনীয় ব্র‌্যান্ড, কারিগরি বৈশিষ্ট্য ও বাজেট নির্ধারণ করে কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি সহজেই খুঁজে পাওয়া যায়। এই সাইটটিতে মোবাইল ফোন সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসা ও পুরাতন মোবাইল বিক্রির বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভিজিট করুনwww.mobilemaya.com

৫। মোবাইল মেলা ডট কম ডট বিডিঃ
সকল ধরনের মোবাইল হ্যান্ডসেট-এর তথ্যভিত্তিক ওয়েবসাইট। এখানে সকল হ্যান্ডসেট-এর মূল্য সহ সম্পূর্ণ ফিচার রয়েছে। মোবাইল হ্যান্ডসেটগুলো ব্যান্ড অনুসারে ভাগ করা। যেসকল ব্যান্ড-এর সেট-এর তথ্য পাওয়া যায় সেগুলো হল – নকিয়া, সনি এরিকসন, স্যামসাং, এলজি, মোটারোলা, সিম্পনি, ফিলিপস, সিমেন্স, স্প্রিংন্ট, ম্যাক্সিমাস, ওয়ালটন, মাইক্রোম্যাক্স, ব্ল্যাকবেরি, বেনকিও সিমেন্স, এইচটিসি, আইফোন, টেকনো, সাজেম, ব্রিড, প্যানাসনিক, আই-মোবাইল, আসুস। এছাড়া অনলাইন ভিত্তিক মোবাইল সেট ক্রয়-বিক্রয় করার ব্যবস্থা রয়েছে। ওয়েবসাইটটি ভজিট করুন এই ঠিকানায়: www.mobilemela.com.bd.

৬। মোবাইল ফোন বিডি ডট কমঃ 
মূলত সকল ধরনের মোবাইল হ্যান্ডসেট-এর তথ্যভিত্তিক ওয়েবসাইট। এখানে সকল হ্যান্ডসেট-এর মূল্য সহ সম্পূর্ণ ফিচার রয়েছে। মোবাইল হ্যান্ডসেটগুলো ব্যান্ড অনুসারে ভাগ করা। যেসকল ব্যান্ড-এর সেট-এর তথ্য পাওয়া যায় সেগুলো হল – নকিয়া, স্যামসাং, সিম্পনি, ওয়ালটন, সনি এরিকসন, মাইক্রোম্যাক্স, এইচটিসি, এলজি, ম্যাক্সিমাস, অ্যাপেল-আইফোন, ব্ল্যাকবেরি, কিংফিসার। এছাড়া মোবাইল ফোনের বিভিন্ন অপারেটর সম্পর্কে তথ্য রয়েছে। মোবাইল অপারেটরগুলোর ট্যারিফ, লেটেস্ট অফার, এফএনএফ, ইন্টারনেট ব্যবস্থা, মোবাইল ব্যাংকিং সম্পর্কে তথ্য রয়েছে। এছাড়া সাইটটিতে মোবাইল উপযোগী ওয়ালপেপার, রিংটোন, থিম, গেইম, সফটওয়ার ডাউনলোড করার ব্যবস্থা রয়েছে। এছাড়া অনলাইন ভিত্তিক মোবাইল সেট ক্রয়-বিক্রয় করার ব্যবস্থা রয়েছে। ওয়েবসাইটটি ভজিট করুন এই ঠিকানায়:www.mobilephonebd.com

৭। ঢাকা মোবাইল বিডিঃ
মূলত মোবাইল হ্যান্ডসেটের ইউটিলিটি ভিত্তিক একটি ওয়েবসাইট। এখানে যেকোনো মোবাইল হ্যান্ডসেটের হার্ডওয়্যার ও সফটওয়্যার সমস্যার সমাধান পাওয়া যাবে। এছাড়া এখানে পাওয়া যাবে সকল ব্র্যান্ডের সেটের বিভিন্ন প্রোডাক্ট (অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার)। এই সাইটটিতে ফোরাম পোস্টিং –এর ব্যবস্থাও আছে, যার মাধ্যমে আপনি আপনার সেটের যেকোনো সমস্যার কথা উল্লেখ করতে পারবেন, এবং তার প্রেক্ষিতে আপনি আপনার সমাধানও পেয়ে যেতে পারেন। মোবাইলের ফ্ল্যাশ দেয়ার প্রয়োজন হলে, সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাশ ফাইলটিও আপনি খুজে পাবেন এখানে। সাইটের নিউজ সেকশনে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন ও সার্ভিস বিষয়ক বিভিন্ন আপডেট নিউজ দেয়া হয়। ওয়েবসাইটটি ভিজিট করুন এই ঠিকানায়ঃwww.dhakamobilebd.com

৮। ওয়াপ টিপস ডট নেটঃ 
ওয়েবসাইটটি যেকোনো অপারেটরের মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য একটি অত্যন্ত উপকারী একটি ওয়েবসাইট। এই সাইটটিতে গ্রামীণফোন, বাংলালিঙ্ক, এয়ারটেল, রবি, টেলিটক ও সিটিসেল অপারেটরের বিভিন্ন অফার ও বিভিন্ন রকমের ট্রিক্স (বা টিপস) নিয়মিত আপডেট করা হয়। তাই সকল নেটওয়ের্কের খোঁজখবর পাওয়া যাবে এই এক জায়গায়, অযথা আর কাস্টোমার কেয়ারে যেতে হবে না। এছাড়া, এখানে আরও আছে কপম্পিউটার, মোবাইল, ফেসবুক ও গুগল সম্পর্কিত অনেক রকমের টিপস। সবশেষে ইউজফুল সার্ভিস নামে অপ্র একটি মেনু আছে, সেখানে পাওয়া যাবে আরও মজার ও উপকারী কিছু বিষয়। ওয়েবসাইটটির লিঙ্কঃ www.waptips.net

৯। ফিউশন বিডি ডট কমঃ
এটি মুলত ডাউনলোড সাইট। এখানে লেটেস্ট মিউজিক, ভিডিও, নাটক, এফএম রেডিও ইত্যাদি রয়েছে। ভিজিট করুন www.fusionbd.com. এছাড়া রয়েছে কোন ফাইল শেয়ার করার সুবিধা, এজন্যে ভিজিট করুন www.storage.fusionbd.com.এখানে আপনি ম্যাক্সিমাম ৮ মেগাবাইট সাইজ এর ফাইল আপলোড করে শেয়ার করতে পারবেন। 
মোবাইল চ্যাট এর জন্যে রয়েছে www.bdforum.net, এখানে নতুন নতুন বন্ধু পেতে পারেন, আরও রয়েছে ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা, লাইভ কুইজ সহ অনেক কিছু।

No comments:

Post a Comment