Pages

Wednesday, 11 March 2015

গরু বিষয়ক কিছু জোকস

১. ইংরেজি শিক্ষক বললেন, ‘সবাই সবার বাবার নাম খাতায় লিখে আনো।’
কাব্য নামের এক ছাত্র তার বাবার নাম খাতায় লিখল। কিন্তু কাব্যর পাশে বসা দুষ্ট ছেলেটা কাব্যর বাবার নামের শেষের তিনটি অক্ষর ও নামের প্রথম অক্ষরটি মুছে K–এর স্থানে C লিখে দিল৷
কিছুক্ষণ পর সবাই খাতা জমা দিল৷ স্যার দেখলেন, কাব্য লিখেছে Cow! রেগেমেগে কাব্যকে বললেন, ‘কাব্য, তোমার বাবার নাম কী?’
কাব্য: কাওসার।
স্যার: নিজের বাবাকে কাউ বলতে লজ্জা করে না!
কাব্য: স্যার, বললাম তো আমার বাবার নাম কাওসার!


২. রিয়াজ–পূর্ণিমা নবদম্পতি৷ ঈদের দিন দুপুরে রিয়াজ খেতে বসেছে৷ পূর্ণিমা গরুর মাংসের রেজালা পাতে তুলে দিয়ে বলল, ‘আমার মা মাংসের রেজালা রান্না করে পাঠিয়েছে তোমার জন্য।’
রিয়াজ মুখে দিয়ে বলল, ‘বাপ রে! খুব ঝাল!’
পূর্ণিমা: ও বুঝেছি, আমাদের গরুটা না পাশের বাড়ি থেকে কেনা! ওই গরু সারা দিন মরিচগাছ খেত, তাই মনে হয় রেজালায় ঝাল হয়েছে!
রিয়াজ: আচ্ছা, আচ্ছা। মিষ্টি কিছু থাকলে দাও!
পূর্ণিমা: সেমাই দেব? মা পাঠিয়েছে।
রিয়াজ: তোমাদের পাশের বাড়ির গরুর দুধের সেমাই?
পূর্ণিমা: হ্যাঁ, কেন বলো তো?
রিয়াজ: না না, তাহলে সেমাইও খুব ঝাল হবে!

৩. মা: সবুজ শাকসবজি খাও, চোখ ভালো থাকবে। চোখের যা অবস্থা করেছ!
মেয়ে: আম্মু, গরু তো প্রতিদিন অনেক সবুজ ঘাস খায়, তাহলে গরু কেন কালার ব্লাইন্ড?

৪. একবার অনি ক্লাসের প্রথম সাময়িক পরীক্ষায় তিনটা বিষয়ে ফেল করল। ক্লাস টিচার খুবই রেগেমেগে বললেন, ‘অনি...’
অনি: জি, ম্যাডাম।
শিক্ষক: আমার ক্লাসে গরু–গবেট দরকার নাই। ক্লাস থেকে বের হয়ে পা উঁচু করে দাঁড়াও!
অনি: ম্যাডাম, গরুর তো চার পা, কয় পা উঁচু করে দাঁড়াব? 

No comments:

Post a Comment