Pages

Sunday, 31 August 2014

Bangla Font Problem in Google Chrome 37.0 (গুগল ক্রমে বাংলা ফন্ট দেখতে সমস্যা হলে যা করবেন)

গুগল ক্রমের সর্বশেষ ভার্সন অর্থাৎ ৩৭.০ তে বাংলা ফন্ট সাধারণত ভেঙ্গে ভেঙ্গে আসে। এই সমস্যা সমাধান করতে আপনার ব্রাউজার এ একটি অ্যাড অন - Advance Font Setting ইন্সটল করতে হবে। 


ইন্সটল হয়ে গেলে ব্রাউজার সেটিং-এ যান। সেখান থেকে এডভান্স সেটিং-এ গিয়ে কাস্টমাইজ ফন্ট পপ আপ ওপেন করুন।




সেখানে নিচের দিকে আবার এডভান্স ফন্ট সেটিং পাবেন, ওপেন করুন।

এখন স্ক্রিপ্ট bengali সিলেক্ট করে সেভ/এপ্লাই করুন। ঠিক হয়ে যাবে।

No comments:

Post a Comment