ইন্সটল হয়ে গেলে ব্রাউজার সেটিং-এ যান। সেখান থেকে এডভান্স সেটিং-এ গিয়ে কাস্টমাইজ ফন্ট পপ আপ ওপেন করুন।
সেখানে নিচের দিকে আবার এডভান্স ফন্ট সেটিং পাবেন, ওপেন করুন।
এখন স্ক্রিপ্ট bengali সিলেক্ট করে সেভ/এপ্লাই করুন। ঠিক হয়ে যাবে।
তড়িৎ প্রকৌশল এর প্রাথমিক ও মৌলিক ধারণা মাতৃভাষা বাংলায় সর্বসাধারণের কাছে পৌঁছে দেবার জন্যে আমাদের এই প্রয়াস। আমরা চেষ্টা করব যথাসম্ভব সঠিক এবং নির্ভুল তথ্য দেবার। তারপরও আমরা মানুষ, চলার পথে ভুল ভ্রান্তি হতেই পারে। আমাদের কোন ভুল আপনার দৃষ্টিগোচর হলে রেফারেন্স সহ ইনবক্স করবেন। আমরা শুধরে নিব। সাথে থাকবেন। ধন্যবাদ
No comments:
Post a Comment