Pages

Tuesday 12 August 2014

আপলোড ছাড়াই শেয়ার করুন যেকোনো ফাইল

অফিসের কোন জরুরি ফাইল অথবা কোন বন্ধুকে কিছু ছবি হয়ত পাঠাতে চাইছেন ইন্টারনেট এর মাধ্যমে। তাহলে এখন উপায় কি? উপায় হল ইমেইল বা কোন ফাইল শেয়ারিং ওয়েবসাইট থেকে আপলোড করে দেওয়া। এতে সময় এবং ডাটা খরচ হয় অনেক। এর বিকল্প হিসেবে শুধু ফাইলের অবস্থান দেখিয়ে দিলেন আর আপনার কম্পিউটার থেকে সরাসরি সেটা নামিয়ে নেওয়া সম্ভব, একেবারেই বিনামুল্যে। 

এর জন্যে আপনাকে জাস্ট বিম ইট ওয়েবসাইটে [www.justbeamit.com] যেতে হবে। এবারে কাঙ্ক্ষিত ফাইলটি টেনে এনে ওই পেজের বক্সে ফেলুন অথবা সিলেক্ট ফাইল তো বিম অপশন থেকেও ফাইলটি কম্পিউটারে কোথায় আছে দেখিয়ে দিন। এবারে নতুন একটি পেজে “শেয়ার দিস লিঙ্ক” এর নিচে নতুন একটি লিঙ্ক পাবেন। সেটি আপনার বন্ধুকে পাঠিয়ে দিন। এখন আপনার বন্ধু দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন ওই লিঙ্কে ক্লিক করে সহজেই আপনার কম্পিউটার থেকে কাঙ্ক্ষিত ফাইলটি নামিয়ে নিতে পারবে। এই ওয়েবসাইট এর সাহায্যে প্রতিবারে সর্বোচ্চ ২জিবি পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন একেবারে বিনামুল্যে। ডাউনলোড এর সময় আপনার কম্পিউটার চালু রাখতে হবে।

No comments:

Post a Comment