Pages

Monday, 11 August 2014

বাংলাদেশী মোবাইল অপারেটর গুলোর পাওয়ার মেনু

বিভিন্ন মোবাইল অপারেটরে অনেক সময় এফএনএফ নাম্বার পরিবর্তন, ইন্টারনেট প্যাকেজ নেওয়া, কল ব্লক, কাস্টমার কেয়ার ইত্যাদি কাজে দরকার পরে ওই সার্ভিসের নাম্বার জানা বা কিভাবে করতে হবে তা জানা। যেহেতু আমরা একাধিক অপারেটর ব্যাবহার করি, তাই এত সব নাম্বার মনে রাখাও সম্ভব না। এই কাজটি সহজ করতে প্রত্যেক অপারেটর দিচ্ছে তাদের নিজস্ব পাওয়ার মেনু।

পাওয়ার মেনু হলো এমন একটা মেনু যার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত অপারেটর এরঅনেকগুলি সার্ভিস (এই যেমন এফএনএফ এড করা, চেঞ্জ করা, ডিলেট করা, ওয়েলকাম টিউন সেট করা, কল ব্লক করা, আপনার নাম্বার জানা, ইন্টারনেট সেটিং করা, ইন্টারনেট প্যাকেজ কেনা ইত্যাদি ) করা যায়।
তো চলুন জেনে নিন।

গ্রামীনফোন পাওয়ার মেনুঃ ডায়াল *১১১#

রবি পাওয়ার মেনুঃ ডায়াল *১৪০#

বাংলালিঙ্ক পাওয়ার মেনুঃ ডায়াল *৭৮৯#

এয়ারটেল পাওয়ার মেনুঃ ডায়াল *১২১#

এছাড়া গ্রামীণফোন তৈরি করেছে তাদের নিজস্ব একটি মোবাইল সফটওয়্যার, যা থেকে পাওয়ার মেনুর কাজ আরও সহজ ভাবে করা যাবে।

ডাউনলোড লিঙ্কঃ
JAVA Mobile Link: http://www.getjar.com/GPApp
Android Link: http://bit.ly/gpappandroid
BlackBerry App World: http://bit.ly/GPAppBB

No comments:

Post a Comment