Pages

Monday, 11 August 2014

মোবাইল থেকে ফেসবুকে কাউকে Mention করা (Facebook mention from mobile phone)

বেশিরভাগ ইউজারই মোবাইল দিয়ে ফেসবুক চালান, ফলে ফেসবুকের অনেকে ফিচার ব্যবহার করতে পারেন না। তেমন একটি ফিচার হল কাউকে Mention করা। অর্থাৎ কোন ইউজার এর নাম লিখলে সেটা অটোম্যাটিক তার প্রোফাইল লিঙ্ক হয়ে যাবে, এবং ওই ইউজার একটি নোটিফিকেশন পাবে যে আপনি তাকে Mention করেছেন। অনেক ক্ষেত্রেই এই Mention করে পোস্ট/কমেন্ট করার দরকার হয়।

এটি কিভাবে মোবাইল দিয়ে করা সম্ভব?
১। Mention করতে হলে প্রথমে জানতে হবে যাকে Mention করতে চান, তার ফেসবুক আইডি নাম্বার।

২। যাকে Mention করতে চান তার প্রোফাইলে যান।

৩। এখন আপনার ব্রাউজার অপশন থেকে অ্যাড্রেস বারে প্রবেশ করুন।

৪। http://m.facebook.com/HamerTushbhander অথবা https://www.facebook.com/HamerTushbhander এরকম একটি লিঙ্ক পাবেন।

৫। লিঙ্কটি থেকে "m/www" কেটে সেখানে "graph" লিখুন। তাহলে লিঙ্কটি হবে http://graph.facebook.com/HamerTushbhander

৬। নতুন লিঙ্কটি ভিসিট করলেই আপনি আইডি নাম্বার পেয়ে যাবেন। ধরুন আইডি নাম্বারটি হল 1455270771391296। এটি কপি করুন বা কোথাও লিখে রাখুন।

৭। আপনার পোস্ট বা কমেন্টে এভাবে লিখুনঃ @[ID Number: ]
অর্থাৎ @+[1455270771391296: ] (এখানে + চিহ্নটি থাকবে না)

উপরের লাইনটি লিখলে দেখবেন হামার তুষভান্ডারকে Mention হয়ে গেছে।

No comments:

Post a Comment