Pages

Monday, 18 August 2014

নতুন মোবাইল কেনার আগে যা যা দেখে নিবেন

কাউকে যদি বলা হয়, কোনটা ছাড়া আপনি চলতে পারবেন না। সে যদি মোটামুটি ৩-৪ টার কথা বলে, তার মধ্যে অবশ্যই মোবাইল ফোনথাকবে, আমার মনে হয়। কারণ মোবাইল ফোন ছাড়া আসলেই বর্তমান যুগে আমাদের চলা অসম্ভব।

তাহলে সেই মোবাইল ফোন কেনার আগে একটু বাচ-বিচার করা লাগে কিনা?

আসুন দেখি কোন বিষয়গুলো মোবাইল ফোন কেনার আগে আমাদের ভেবে দেখা উচিত।

১. বাজেটঃ
মোবাইল কেনার আগে আমার মনে হয়, সবার বাজেটটা আগে ভাবা উচিত। কারণ একজন বাজেটের উপর ভর করেই-দেখতে পারে, ঐ বাজেটের মধ্যে কোন কোন ফোন তার প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে।

২. স্ক্রিনঃ
কেউ বড় স্ক্রিন ব্যবহার করতে পছন্দ করে, আবার কেউবা ছোট। সেহেতু আপনার পছন্দ অনুসারে আগেই ভেবে রাখুন ৩.৫” নাকি ৫” স্ক্রিনের ফোন আপনি নিবেন। তবে ৩.৫ থেকে ৪” হল স্ট্যান্ডার্ড স্ক্রিন। কারণ স্ক্রিন যত বড় হবে আপনার ফোনের চার্জও কিন্তু কম থাকবে।

৩. ব্যাটারিঃ
একটা ফোনের জন্য ব্যাটারি খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি বাইরে থাকলে বা ভ্রমনে গেলে এটা আপনাকে ভোগাতে পারে। সেহেতু ব্যাটারি যেন খুব ভালো স্থায়ী হয় এটা খেয়াল করবেন।


৪. কীবোর্ডঃ
অনেকে টাচে কাজ করে মজা পান না, আবার অনেকে কীবোর্ড চুজ করেন না। এক্ষেত্রে আগে ভেবে নিবেন, কোনটা আপনি চান। কারণ এটা খুব জরুরী।

৫. ক্যামেরাঃ
ফোনে ভালো ক্যামেরা সবাই এখন পছন্দ করেন। কারণ ক্যামেরা হল আপনার সৃতির ফ্রেম। আবার আলাদা ক্যামেরা নিয়ে ঘোরা অনেক ঝামেলা। সেহেতু আপনি এটা ভেবে দেখবেন, ক্যামেরা কতো মেগা-পিক্সেল হলে, আপনি আপনার কাজ মেটাতে পারবেন। তবে মিনিমাম ৫ মেগার নিচে হলে ক্যামেরা ভালো হয় না।

৬. ইন্টারনেটঃ
আপনার ফোনে ২জি, ৩জি নাকি ৪জি চান, এগুলো দেখে নিবেন। কারণ যারা ফোনে নেট ইউজ করতে চান, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া ওয়াই-ফাই ও আছে কিনা দেখা উচিত।

৭. মেমোরিঃ
আপনার ফোনের RAM কতো, ইন্টারনাল মেমোরি কত এগুলো অবশ্যই দেখবেন; বিশেষ করে যারা স্মার্ট-ফোন কিনবেন। কারন RAM স্মার্ট-ফোনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া এক্সটারনাল কত জিবি ব্যবহার করতে পারবেন, তাও দেখে নিবেন।

৮. ভার্সনঃ
যে ফোনটা কিনবেন, তা লেটেস্ট ভার্সনে কিনা দেখে নিবেন। কারণ লেটেস্ট ভার্সনে সুবিধা বেশি থাকে। যেমন অ্যানড্রয়েড হলে সেটা জেলিবিন নাকি কিটক্যাঁট নাকি সেই ওল্ড ভার্সন স্যান্ডউইচ-আইচক্রিম নাকি জিনজার-বার্ড দেওয়া।

৯. ব্লু-টুথঃ
ব্লু-টুথ আছে কিনা থাকলে কোন ভার্সনে দেখতে হবে।

১০. USB:
অনেক ফোনে USB পোর্ট থাকে না। এটা অনেক ঝামেলা করে, সেহেতু এটা দেখে নিবেন, যে USB আছে কি নাই।

১১. ওয়ারেন্টীঃ
ওয়ারেন্টী কত বছরের এটা অবশ্যই খেয়াল করবেন এবং ওয়ারেন্টী কার্ড ভালভাবে দেখে নিবেন।

১২. প্রসেসরঃ
স্মার্টফোন হলে কোন প্রসেসরে চলে সেটা অবশ্যই দেখবেন। স্পিডটা কত সেটাও দেখতে হবে।

সর্বোপরি ভিডিও কোয়ালিটি কেমন, নেটওয়ার্ক ভালো পাই কিনা, GPS আছে কিনা, E-MAIL করা যায় কিনা, টকটাইম বেশি আছে কিনা, FM RADIO আছে কিনা এগুলো দেখে কেনা উচিত।

সবশেষে কোনটা দেখতে কেমন, কালার কোনটা নিবেন এগুলো দেখেশুনে কিনা উচিত।

যাইহোক আমার মনে হয়, আপনাদের ফোন কিনতে আর অসুবিধা বা দ্বিধাদ্বন্দ্ব হবে না।

No comments:

Post a Comment