নকিয়া হ্যান্ডসেটকে মডেম হিসেবে ব্যবহার করলে ইন্টারনেট গতি অনেকের ক্ষেত্রেই ধীরগতির থাকে। এ ক্ষেত্রে কিছু সেটিংস পরিবর্তন করে গতি বাড়িয়ে নেওয়া যায়।
১. প্রথমে Nokia PC Suite দিয়ে কম্পিউটারের সঙ্গে হ্যান্ডসেটটি সংযুক্ত করুন। এরপর Connect to the Internet ব্যবহার করে ইন্টারনেটে সংযোগ দিন। সংযোগ দেওয়া হয়ে গেলে আবার ডিসকানেক্ট করুন।
২. এবার network হতে network and sharing center এ যান।
৩. এখন change adapter setting এ যান।
৪. এখানে Nokia phone Bluetooth modem এ লেখার ওপর Right Mouse ক্লিক করে Properties যান।
৫. এবার Configure ক্লিক করুন।
৬. যে পেইজ আসবে সেখানে Maximum speed (bps)-এর পাশের Box থেকে ক্লিক করে 92160 করে দিন।
OK করে বেরিয়ে আসুন।
উইনডোজ XP জন্যঃ
Start ক্লিক করে Run-এ গিয়ে ncpa.cpl লিখে Enter চাপুন।
এখন যে পেইজ আসবে সেখানে Nokia USB Modem#1 এ রকম একটা লেখা থাকবে। এ লেখার ওপর Right Mouse ক্লিক করে Properties-এ ঢুকে Configure থেকে Maximum speed (bps)-এর পাশের Box থেকে ক্লিক করে 92160 লিখুন। ok করে বেরিয়ে আসুন।
এবার Nokia USB Modem#1-এ দুবার ক্লিক করে Dial-এ চাপ দিন। দেখবেন নেট কানেক্ট হয়ে গেছে।
আগের চেয়ে ইন্টারনেটে গতি অনেক বেড়ে যাবে। পরবর্তী সময়ে যদি Nokia PC Suite ব্যবহার করে ইন্টারনেট সংযুক্ত করেন, তাহলে এ সেটিংস বদলে যাবে। পুনরায় করে নিতে হবে।
No comments:
Post a Comment