Pages

Tuesday, 2 December 2014

জিরো ফেসবুক নোটিফিকেশন ইরোর থেকে মুক্তির উপায়

জিরো ফেসবুক এর ব্যবহার এখন মোটামুটি বেশি। জিরো ফেসবুক বা মোবাইল ফেসবুক থেকে অনেক সময় কমেন্ট, লাইক ইত্যাদি নোটিফিকেশন আসলে যারা টেলিটক থ্রিজি, ব্রডব্যান্ড, বাংলালায়ন, কিউবি, ওলো প্রভৃতি জিরো ফেসবুক আনসাপোর্টেড প্রোভাইডারের ইন্টারনেট সুবিধা ব্যবহার করেন তারা একটা সমস্যার মুখোমুখি হন।

এর থেকে মুক্তি পাবার জন্যে ক্রোমিয়াম ভিত্তিক ব্রাউজার যেমনঃ গুগল ক্রোম, কমোডো ড্রাগন, ক্রোমিয়াম ব্রাউজার প্রভৃতির জন্যে ইন্সটল করুনঃ
Switcheroo Redirector

এবং ফায়ারফক্স এর জন্যেঃ
Redirector 2.8.4

ক্রোম এর জন্যে উপরের ডানদিকের কোনায় অ্যাড অনটিতে ক্লিক করুন।
বাক্স-১ এ লিখুন https://0.facebook.com/ আর বাক্স-২ এ https://www.facebook.com/ লিখুন। এবার Add বাটনে চাপ দিন। জিরো ফেসবুক বিভ্রাটের সমাপ্তি ঘটে যাবে।

আর ফায়ারফক্স এর জন্যেঃ
Add-ons manager > Extentions > Redirector 2.8.4 এর Option এ ক্লিক করুন। এরপর New Redirector ওপেন করুন। Example URL: https://0.facebook.com, Include Pattern: https://0.facebook.com এবং Redirect To: https://www.facebook.com এই ৩ টি বক্স এভাবে পুরন করে সেভ করুন। কাজ শেষ।

No comments:

Post a Comment